টঙ্গী দুর্ঘটনায় প্রাণ গেল আরেক ফায়ার ফাইটারের
টঙ্গী দুর্ঘটনায় প্রাণ গেল আরেক ফায়ার ফাইটারের
গাজীপুরের টঙ্গী কেমিক্যাল কারখানায় অগ্নিদুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৯) নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরো ৪ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ গত ২৩ সেপ্টেম্বর মারা গেছেন, এছাড়া ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লারটেক উদয়ন থেকে এসএসসি পাশ করেন এবং ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তার এক ছেলে সন্তান রয়েছে। ২০১৬ সালের ২৪ আগস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। চাকরি জীবনে অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে কাজ করেছেন।
পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউস ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রামে এবং সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন এই দুঃসাহসী ফায়ার ফাইটার।
