নির্বাচনে কোনো পিআর নয় বলেছেন ডা. এজেডএম জাহিদ
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কোনো প্রকার পিআর নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ফেব্রুয়ারির মাঝেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মাঝেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ হতে কমিশনকে সার্বিক সহযোগিতা করার কথাও বলেন বিএনপির এই নেতা। এইদিকে, দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এইসময় আগামী নির্বাচনের পূর্বেই দেশে ফিরে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহবায় শামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীগণ।
স্বাধীনতার বার্তা / মেবি
