পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু হলো ফেরি চলাচল
প্রায় ১৫ ঘণ্টা পরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফের চালু হয়ে গেছে ফেরি চলাচল। আজ (২৭ ডিসেম্বর) বেলা দশটার দিকে কুয়াশা কাটতে শুরু করলে, ফেরি চলাচল শুরু হয়ে যায়।
এর পূর্বে ঘনকুয়াশার জন্য শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা হতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছিলো ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে, সন্ধ্যার পর হতেই পদ্মা যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকাতে ঘনকুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে তীরে ভিড়তে না পেরে আটকা পড়ে যায় ৫টি ফেরি।
এইদিকে, প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পরে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে শুরু হয়ে গেছে ফেরি ও নৌযান চলাচল। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত দশটা হতে এ রুটে ঘনকুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, সন্ধ্যা হতেই নদী অববাহিকাতে ঘনকুয়াশা পড়তে থাকে। দশটা নাগাদ কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেলে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরিসহ নানা নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকাল বেলা কুয়াশার তীব্রতা কমে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
