ওলামা ত্বলাবা ঐক্য পরিষদ
ওলামা ত্বলাবা ঐক্য পরিষদ, মুজাহিদপুর, বেগমগঞ্জ, নোয়াখালী—একটি নিবেদিতপ্রাণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার শিকড় গাঁথা ধর্মপ্রাণ মুসলিম জনতার অন্তরে। এ সংগঠন এমন এক দীপ্ত মশাল, যা সমাজে ন্যায়ের আলো ছড়াতে এবং বাতিলের অন্ধকার দূর করতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ইসলামের পবিত্র আদর্শকে উপজীব্য করে গড়ে উঠা এই সংগঠনটি কেবল সমাজসেবা নয়, বরং চিন্তা ও চেতনায় একটি জাগরণ।
এই পরিষদের মূল লক্ষ্য ইসলামের প্রকৃত সৌন্দর্য ও সঠিক ব্যাখ্যা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। সেই সঙ্গে যারা ইসলামকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে—তাদের মুখোশ উন্মোচন করাই সংগঠনের অন্যতম কর্তব্য বলে বিবেচিত। বিশেষভাবে জামাতে ইসলামীর মতো সংগঠন, যারা ইসলামী নামের আড়ালে ইসলামবিরোধী ধারা প্রচার করে, তাদের বিরুদ্ধে সত্যের কণ্ঠস্বর রূপে কাজ করে যাচ্ছে এই পরিষদ।
ওলামা ও ত্বলাবাদের ঐক্যই এই সংগঠনের প্রাণ। এ ঐক্য শুধুমাত্র বিদ্যার আলোর নয়, বরং ইমানের দৃঢ়তা ও ত্যাগের প্রতীক। বাতিলের বিরুদ্ধে সাহসিকতায় সোচ্চার হয়ে সমাজকে কল্যাণের পথে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা চলবে ইনশাআল্লাহ, যতদিন না সমাজে সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়।