দ্বিতীয় দিনের মতো শাটডাউন শুরু এনবিআরে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে দ্বিতীয় দিনের মতো। এনভিআর সহ দেশের সব শুল্ক-কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে শনিবার।
আজও রাজধানীর সহ সারাদেশে এই কর্মসূচি চলছে। এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।
গতকালের তুলনায় আন্দোলনকারীদের উপস্থিতি আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে কম দেখা গেছে। প্রবেশে সিথিলতা দেখা গেছে প্রধান ফটকে। পরিচয় পত্র দেখিয়ে ভবনে প্রবেশ করতে পারছেন কর্মকর্তারা।
পুলিশ, র্যাব, কোস্টগার্ড বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মত অবস্থান নিলেও তাঁদের সংখ্যা কম। গতকাল ভেতরে কেউ প্রবেশ না করলেও আজ প্রধান পাঠকের ভেতরের বটতলায় কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে।
সকাল ১০টা পর্যন্ত কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। সকাল ৯ টায় তাদের অফিসের সময়। কেউ কেউ এখনো আসছেন। পরিচয় পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছি
বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা যোগ দেবেন বলে জানান এনবিআরের কর্মকর্তা। মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে গতকাল বিভিন্ন শুল্ক-কর কার্যালয়ে। এর ফলে চট্টগ্রাম বন্দর বেনাপোল বন্দার ঢাকা কস্টম হাউসহ দেশের সব কস্টম হাউজ ও শুল্ক স্টেশনে কাজ হয়নি। যারফলে এসব স্টেশন থেকে শুল্ক-কর আদায় কার্যত বন্ধ হয়ে যায়।
আজও ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
আন্দোলনকারী ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। আন্দোলনকারীদের শর্ত হলো, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে আলোচনার আগে। তাঁদের অভিযোগ, বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব খাতের চলমান সংস্কারে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করছেন।