সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আজ ভোর ৫টার দিকে নরসিংদীর মাধবদি বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টায় চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে,

স্থানীয় বাসিন্দারা জানান মুহূর্তের মধ্যে মাধবদি বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে। সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে এবং সকাল দশটার দিকে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।

  • ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডের কারণে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা। যার মধ্যে ১০টি স্বর্ণের দোকান রয়েছে। ব্যবসায়ীদের দাবি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি যে,কোন দোকান থেকে এবং ঠিক কি কারনে আগুন লেগেছে।

ভোর পাঁচটায় আগুনের সংবাদ পেয়ে মাধবদি ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করেন বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রাফি। সকাল দশটার দিকে পুরোপুরি আগুন বন্ধ করতে সক্ষম হয় নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর