নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে না। পাশাপাশি ভোটকে কেন্দ্র করে তুরাগ এলাকাতে অনুষ্ঠান অথবা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল (৩০ ডিসেম্বর) রাতের বেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একটি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের জোড় ও ২২ হতে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুরোধ করা হয়েছে। তবে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের কারণে বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের পূর্বে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
স্বাধীনতার বার্তা / মেবি
