রাজধানীর নিউমার্কেটে চুরি, গ্রেফতার ১
রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে তালা ভেঙে দুইটি দোকান হতে অন্তত ২১ লাখ টাকার চুরির ঘটনায় মো. আলিম হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তার নিকট হতে নগদ এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। পরবর্তী সময়ে শনিবার তাকে আদালতে তুলে দু'দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার রিমান্ড শেষে গ্রেফতার আলিম হাওলাদারকে আদালতে পাঠানো কথা আছে।
নিউমার্কেট থানার সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাতে মার্কেটের চতুর্থ ও নিচতলায় দুটি দোকানের তালা ভেঙে নগদ ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি হয়। এই ঘটনায় ৭ অক্টোবর মার্কেটের নিচতলার ৭০ নম্বর দোকানের ম্যানেজার মানিক মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
এইঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০ অক্টোবর ভোরে বরগুনার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া গ্রামে স্থানীয় পুলিশের সহায়তার মাধ্যমে আসামি আলিম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া জানান, গ্রেফতার আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে তিনি দীর্ঘ ১০ বছর যাবত বিশ্বাস বিল্ডার্সের নিউমার্কেট কমপ্লেক্সে ইন্টেরিয়র ডিজাইনের কাঠের কাজ করতেন। সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটে পড়ার কারণে তিনি এই চুরির পরিকল্পনা করেন। আলিম পুলিশের নিকট আরও জানান, মামলায় ২১ লাখ টাকা চুরির কথা উল্লেখ থাকলেও তিনি প্রকৃতপক্ষে নিচতলার ৭০ নম্বর দোকান হতে অন্তত ৩০ লাখ টাকা চুরি করেছেন। চতুর্থ তলায় প্রবেশের চেষ্টা করলেও সেখানে তালা ভাঙতে পারেননি গ্রেফতার আলিম।
তদন্ত কর্মকর্তা এসআই সজিব মিয়া বলেছেন, গ্রেফতার আলিম হাওলাদারের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হতে পারে। চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার একটি শাবল ও চুরির এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
