সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ দেশ ছাড়েন বলে জানা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে—তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহর থেকে প্রকাশ্যে এসেছেন এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টকশোতে অংশ নিয়েছেন।

তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ভিডিওটি নতুন নয়। এটি আসলে ২০২৩ সালের মার্চ মাসে ডয়চে ভেলে বাংলা টকশোর একটি পুরোনো পর্ব, যেখানে অতিথি ছিলেন হারুন অর রশিদ ও সাংবাদিক মাসুদ কামাল।

সম্পাদনার মাধ্যমে পুরোনো ভিডিও থেকে মাসুদ কামালকে বাদ দিয়ে সেখানে নতুন করে ড. মুহাম্মদ ইউনূসের নাম ও ছবি যোগ করা হয়েছে। অথচ আসল টকশোতে ড. ইউনূস উপস্থিত ছিলেন না।

সুতরাং, ওসি হারুন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন এই দাবি সম্পূর্ণ ভুয়া। এটি পুরোনো একটি টকশোকে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর