জাতীয় নাগরিক পার্টির 'জুলাই গণঅভ্যুত্থান' বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালের ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিটিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামক একটি আয়োজন রয়েছে। যা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এবং ৬৪ জেলায় বিস্তৃত হবে। যার লক্ষ্য নতুন বাংলাদেশ গঠনে জনসচেতনতা সৃষ্টি ও অভ্যুত্থানের স্মরণ।
১৬ জুলাই পালন করা হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’। সেখানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’, যা ফ্যাসিবাদ-বিরোধী দিবস হিসেবে চিহ্নিত থাকবে। ৫ আগস্ট পালন হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’।
পদযাত্রা বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি কমিটি, যার আহ্বায়ক এনসিপির সারজিস আলম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "জুলাই অভ্যুত্থানের পর যে ‘নতুন বাংলাদেশ ২.০’-এর স্বপ্ন আমরা দেখেছিলাম, তা বাস্তবায়নে পদযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধাপ।" তিনি সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগও তোলেন।
এদিকে, বর্ষপূর্তি উপলক্ষে অন্যান্য দল ও সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকার ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে। তথ্য মন্ত্রণালয় আয়োজন করবে গ্রাফিতি বই, পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শনী। এবি পার্টি ৩৬ দিনের কর্মসূচি এবং জামায়াতে ইসলামী ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।
এসব আয়োজনের উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান তুলে ধরা।