৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার দপ্তর
জাতীয় নির্বাচন ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এই বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। যদিও নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি, তবে সময়সীমা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা (নির্বাচন) আগেও হতে পারে, ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে… জুনেও হতে পারে। কিন্তু ৩০ জুনের পরে নয়।
প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত জাপান সফর, রাজনৈতিক সংলাপ ও সম্ভাব্য নির্বাচনের সময়সীমা—সব মিলিয়ে সংবাদ সম্মেলনটি ছিল নানা বার্তায় পূর্ণ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার বিকেল ৪টায় ‘জাতীয় ঐক্যমত্য কমিশন’-এর উদ্যোগে শুরু হতে যাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন,আশা করছি, এই আলোচনা দ্রুত শেষ হবে এবং জুলাই চার্টার–সংক্রান্ত একটি সুস্পষ্ট ঘোষণা আসবে।
জাপান সফরে মিলেছে বড় আস্থা ও বড় অঙ্গীকার
সফর প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। তারা বলেছে, তারা ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবে।”
জাপান বাংলাদেশের বাজেট সাপোর্ট হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জয়দেবপুর–ঈশ্বরদী ডুয়েল গেজ রেল প্রকল্পে দেবে ৬৪১ মিলিয়ন ডলার। মানবসম্পদ উন্নয়ন ও বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে জাপান সরকার।
সবচেয়ে বড় অঙ্গীকার এসেছে মহেশখালী–মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ঘিরে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার।
প্রেস সচিব আরও জানান, জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ মানবসম্পদ নিতে চায়। এর লক্ষ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা ও টাস্কফোর্স গঠিত হয়েছে। তিনি বলেন,একটা সমন্বিত উদ্যোগ নিলে এক লাখ নয়, তার চেয়েও বেশি মানুষ আমরা জাপানে পাঠাতে পারব।