নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হলেও শিক্ষা নেয়নি ইসরায়েল বলেছেন মাহাথির মোহাম্মদ
নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হলেও শিক্ষা নেয়নি ইসরায়েল—বলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
ইসরায়েলের প্রতি তীব্র সমালোচনা জানিয়ে তিনি বলেন, নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও ইসরায়েল কিছুই শেখেনি। চলমান গাজা সংকটে ইসরায়েলের ভূমিকাকে তিনি গণহত্যামূলক আখ্যা দেন। মাহাথির বলেন, গাজায় যা ঘটছে তা জঘন্য মানবতাবিরোধী অপরাধ। ইতিহাস তা কখনো ভুলে যাবে না।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন। শতবর্ষ বয়সেও তাঁর অবস্থান অটল। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার।
মাহাথির বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি খুবই শঙ্কাজনক ইঙ্গিত দিচ্ছে। গর্ভবতী মায়েদের হত্যা করা হচ্ছে। সদ্য জন্ম নেওয়া শিশু, যুবক, নারী-পুরুষকে হত্যা করা হচ্ছে। শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, তবুও এমন ইতিহাস ভোলা সম্ভব নয়।