ময়মনসিংহে বাসে আগুন,ঘুমন্ত চালক জুলহাসের মর্মান্তিক মৃত্যু
ময়মনসিংহ, ফুলবাড়িয়া: মধ্যরাতের অন্ধকারে নেমে এলো এক নারকীয় হত্যাকাণ্ড! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আলম এশিয়া পরিবহণের এক ঘুমন্ত চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৩৫)। এই নৃশংস ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নারকীয় রাতের বিভীষিকা
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টায় ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় ঘটনাটি ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান নিশ্চিত করেছেন যে, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মধ্যরাতে আলম এশিয়া পরিবহণের বাসটিতে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান।"
সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়, যা দুর্বৃত্তদের হামলার ভয়াবহতা তুলে ধরে। জুলহাসের মৃত্যু শুধু একটি অপমৃত্যু নয়, এটি এক সাধারণ খেটে খাওয়া মানুষের স্বপ্ন ও জীবন ছিনিয়ে নেওয়ার নৃশংস দৃষ্টান্ত।
শোক ও বিচারের দাবি
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের দগ্ধ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জুলহাস মিয়ার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে চরম শোকের ছায়া। স্থানীয় জনগণ এই ধরনের সহিংসতাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি রোকনুজ্জামান জানিয়েছেন, "আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।"
রাজনৈতিক সংঘাতের শিকার হয়ে এক নিরীহ শ্রমজীবীর এমন মর্মান্তিক পরিণতি গোটা জাতিকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করাল।
