জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: প্রধান উপদেষ্টার ভাষণ
আজ মঙ্গলবার পহেলা জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে তিনি ঐতিহাসিক জুলাই আন্দোলনের তাৎপর্য, বর্তমান সরকারের লক্ষ্য এবং ভবিষ্যতের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ড. ইউনূস তাঁর বক্তব্যে বলেন, "আজ ইতিহাসের এক গৌরবময় দিন। এক বছর আগে, এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিলেন তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ।"
জুলাই-আগস্ট মাসজুড়ে পালিত হবে বিভিন্ন স্মরণ কর্মসূচি, যার মধ্যে রয়েছে: ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালা, সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার প্রকাশ ও গণস্বাক্ষর অভিযান, শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ৫ আগস্টে '৩৬ জুলাই' উদযাপন ইত্যাদি।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, "আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিক ভাবে আমরা তার বিনাশ করতে পারি।"
তিনি আরও সতর্ক করে বলেন, "স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।"
প্রধান উপদেষ্টা জুলাই মাসকে ঐক্যের মাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন "গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই, এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।
তিনি জাতিকে আহ্বান জানান এই জুলাই মাসকে "গণজাগরণের মাসে; ঐক্যের মাসে" পরিণত করার জন্য। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে গত বছরের আন্দোলনের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করা হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।