কয়েকদিনের মধ্যেই ভোটের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামান
আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সময় তিনি আরো বলেন, ভোটের তারিখ ঘোষণার চেয়ে আনন্দের বার্তা আর কিছুই হতে পারে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফও বললেন, অতিদ্রুত নির্বাচনের তারিখ দেয়ার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা।
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে কোনও মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আহ্বান জানান তিনি। এবং তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল, প্রধান উপদেষ্টা তা স্বীকার করেছেন।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বলেছেন, মনে হচ্ছে সরকারের ভেতরে আরেকটি সরকার অবস্থান করছে। যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যদি এর উন্নতি না হয় তাহলে কীভাবে নির্বাচনের তারিখ দিচ্ছেন সেই প্রশ্ন করেছি। উনি (প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন বলেছেন। কয়েকদিনের মধ্যেই তারিখ ঘোষণা করবেন।