সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গণফোরামের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিনের অসুস্থতা

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা মোহসীন মন্টু। গত দুই মাসে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে অবনতি ঘটলে ঈদের আগে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা।

রাজনৈতিক জীবন

১৯৪৫ সালে জন্মগ্রহণকারী মন্টু ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৮৬ সালে ঢাকা-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন।

শোক প্রকাশ

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতির জন্য অবদান

মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে এবং পরবর্তী সময়ে রাজনীতিক হিসেবে মোস্তফা মোহসীন মন্টুর অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর