সৈয়দ মনজুরুল ইসলামের কফিনে শত মানুষের শ্রদ্ধা
বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের কফিনে সকল প্রকার মানুষের শ্রদ্ধা। শনিবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়েছে।
শ্রদ্ধা জানানোর শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মাত্র ৭৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি তার স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন।
সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেট বিভাগে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় হতে ‘ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
