মোবাইল চুরির অভিযোগে পাগল বেশি নারীবন্ধী
আজ দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় এক নারী আইফোন চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত নারী মানসিক ভারসাম্যহীন ভান করে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় এক পথচারীর পকেট থেকে একটি আইফোন চুরি হলে আশপাশের লোকজন তাকে সন্দেহ করে ধরেন।
চুরির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অভিযুক্ত নারীকে ফোন ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হলে, এক ব্যক্তি তাকে ফোন ফেরতের বিনিময়ে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার আশ্বাস দেন। কিন্তু নারী প্রথমে চুরির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি টঙ্গীতে কাজের সন্ধানে এসেছেন।
তবে স্থানীয়দের জোরালো চাপ ও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে এক পর্যায়ে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, আইফোনটি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।
এ সময় উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, ওই নারী দুদিন আগেও এলাকায় আরেকটি মোবাইল ফোন চুরি করেছিলেন।