সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছয়তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্রপাত এখনো পাওয়া যায়নি বলে জানান।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসকল তথ্য জানান।

তিনি বলেন, আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুর্মিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর