মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ের উত্তর আমবাড়িয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ছোটন কুমার দে (২৫) নামে এক যুবক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জুন) বিকেল পাঁচটার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলবেলায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ছোটন লাইনের ওপর উঠে পড়েন। মুহূর্তেই ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সীতাকুণ্ড রেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবক ছোটন কুমার দে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দক্ষিণ জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি অজিত কুমার দে’র ছেলে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ সিদ্দিকী জানান, মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছোটন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার পরিবারের সঙ্গে কথা বলেও এ বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে সীতাকুণ্ড রেল ফাঁড়িতে একটি মামলা করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, এই অঞ্চলে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের রেললাইনের আশেপাশে ঘোরাঘুরির ঘটনা নতুন নয়। এর আগে গত ২৫ মে মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় একইভাবে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান মোহাম্মদ মানিক নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয়রা জানিয়েছিলেন, তিনিও দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ট্রেন দুর্ঘটনায় এমন মৃত্যু শুধু একেকটি পরিবারকেই শোকাহত করে না, বরং স্থানীয় মানুষজনের মনেও দীর্ঘদিনের জন্য এক ধরনের আতঙ্ক ও বেদনার ছায়া ফেলে যায়।