নিজের সন্ত্রাসী পরিচয় দিয়ে ভাইরাল ভিডিও মিলন আটক
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরই সন্ত্রাসী পরিচয় দিয়ে উসকানিমূলক ভিডিও ভাইরাল করা মো. মিলন (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
সেনা বাহিনী জানায়, গত সপ্তাহ আগে মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দাবি করেন, তার কাছে পিস্তল রয়েছে এবং তিনি সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে ভয় পান না। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ায় নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করে।
গত শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় বসিলা আর্মি ক্যাম্পের দুটি দল শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করে বলেন, মিলনের কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি। তবে সত্যতা নিরূপণ এবং তার সঙ্গে অন্য কোনও গোষ্ঠী বা ব্যক্তির যোগ আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়াই মূল কারণ। মোহাম্মদপুর থানায় মামলার প্রক্রিয়া কাজ ও তদন্ত চলছে। সেনা কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারের পর সরাসরি তদন্ত শুরু হয়েছে।
