মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে মৃত্যু
বরিশাল মুলাদীতে বাস থেকে মাথা বের করায় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছে। সোমবার(২২ই সেপ্টেম্বর) মুলাদী বন্দরে এর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিনা বেগম (৪০)। নিহত নারী হিজলা উপজেলার ধুপখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। নিহত রিনা বেগম তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করার জন্য বরিশাল যাচ্ছিলেন বলে জানান রিপন হাওলাদার।
নিহত রিনা বেগমের মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে হিজলা থেকে মুজাহিদ পরিবহনে ওঠেন। বাসটি মুলাদী বন্ধরে খাদ্য গুদাম সড়ক এলাকায় পৌঁছালে তার মা রিনা বেগমের বমি হয়। তিনি বমি করার সময় জানলা দিয়ে মাথা বের করে দেন ফলে ওই সময় বাসটি আরেকটি গাড়ির সড়কের পাশে যায়। তখন টেলিফোন খুঁটির সাথে ধাক্কা লেগে যায় ফলে মারাত্মক ভাবে আহত হয়। পরবর্তীতে মুলাদী হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
রিপন হাওলাদার জানান, প্রায় তিন বছর আগে হিজলা গ্রামের মোতালিব চৌকিদারের ছেলে কাশেম চৌকিদার সাথে আমার বড় মেয়ে তানিয়ার সাথে বিয়ে হয়। গত ১৭ই সেপ্টেম্বর কাশেম চৌকিদার ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রিনা বেগম মামলা করার উদ্দেশ্য বরিশাল যাচ্ছিলেন,যাত্রা পথে তিনি নিহত হন।
মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, সড়কের বিদ্যুতের খুঁটির সাথে ডাক্কা নিহত হয়েছেন রিনা বেগম। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে!
.jpg)