সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ঢাকা, বৃহস্পতিবার:

সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে:

  • প্রধান বিচারপতির সরকারি বাসভবন

  • বিচারপতি ভবন

  • জাজেস কমপ্লেক্স

  • সুপ্রিম কোর্টের প্রধান গেট

  • মাজার গেট

  • জামে মসজিদ গেট

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ পথ

  • বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের এলাকা

এসব এলাকায় কোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদের নামে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর