সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সারা দেশে একসাথে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমবার এমসিকিউয়ের পাশাপাশি লিখিত অংশও রাখা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়া ৬ অক্টোবরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেছেন, ভর্তি পরীক্ষায় এবার লিখিত অংশও যুক্ত হতে যাচ্ছে। কিন্ত সেটি হবে সীমিত পরিসরে। লিখিত অংশে ১০ হতে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে বলে বলেন তিনি। বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

পরীক্ষার দেড় মাস পূর্বে এই সংক্রান্ত আবেদন, সময়সূচি ও অন্য নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর