মাধবপুরে জিয়ার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও প্রতারণার অভিযোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালালপুর গ্রামের জিয়াউর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মরহুম আ. আলী মুন্সীর ছেলে আ. মান্নান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে সরকারদলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বর্তমানে তিনি হরিণখোলা মৌজার (জে.এল. নং ১৫৬, সিট নং ০২, দাগ নং ৩১৫৫, ৩১৫৬, ৩১৫৭ ও ৩১৫৮) জমি ও তৎসংলগ্ন ছড়া থেকে ইজারা ছাড়াই বালু উত্তোলন করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত এলাকায় শতাধিক ট্রাক বালু মজুদ রয়েছে। এতে ভূমিধসসহ স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। বালু পরিবহনের সময় সড়ক-ঘাটও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ আছে।
অভিযোগকারী আ. মান্নান জানান, জিয়াউর রহমান ভূমি রেজিস্ট্রি অফিসে দালালি ও প্রতারণার মাধ্যমে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বহু মানুষকে ঠকিয়েছেন এবং এভাবে বিপুল অর্থ উপার্জন করেছেন।
অভিযুক্ত জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সব অভিযোগই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
