সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভোক্তা পর্যায়ে আরেক দফা হ্রাস পেলো এলপিজির মূল্য। শুধুমাত্র চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ই অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা ৬টা হতেই কার্যকর করা হবে নতুন দাম।

এর পূর্বে গত ২রা সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেই সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আজ অটোগ্যাসের মূল্যও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন ক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার ও প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুসারে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হলো।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর