সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

লন্ডনে দায়িত্ব পালনের সময় শরণার্থীদের কাছে মারধরের শিকার হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটের একজন ক্রু। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা যায়, হেস্টন হাইড হোটেলে থাকার সময় হোটেল কক্ষ হতে বেরিয়ে সামনে বসে ছিলেন তৈফুর। এ সময় আচমকাই পেছন হতে একজন নেশাগ্রস্ত শরণার্থী মোটা লাঠি দ্বারা তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তার পেটে কিল-ঘুসি ও অগণিত লাথি মারেন। হোটেলের নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণাৎ হস্তক্ষেপের কারণে বড় ধরনের অপমৃত্যু হতে রক্ষা পায় এই ক্রু।

এখবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে আসে ও হামলাকারী শরণার্থীকে আটক করে তার নামে মামলা করে।

বিমানের একাধিক জ্যেষ্ঠ কেবিন ক্রু বলেছেন, লন্ডনে আমরা প্রতিদিন ভয়ে থাকি। বিশেষ করে নারী ক্রুরা বেশি আতঙ্কে থাকেন। যদি দ্রুত হোটেল পরিবর্তন করা না হয় তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ধর্ষণের মতো ভয়ংকর ঘটনা পর্যন্ত ঘটতে পারে বলে তকদের মত। লন্ডন কান্ট্রি ম্যানেজার পুরো ঘটনা ব্যাখ্যা করে হোটেল কর্তৃপক্ষের কাছে ই-মেইল করেন। তারা বিষয়টি অনুসন্ধান করছে বলে জানান। পাশাপাশি বিমানের সকল ক্রুদের হেস্টন হাইড হোটেলের পরিবর্তে একই কোম্পানির অন‍্য একটি হোটেলে স্থানান্তরের কথা জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর