বস্তাবন্দি লাশ উদ্ধার করলো চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রের"
ফরিদপুরের আলফাডাঙ্গায় মঙ্গলবার এক মাদ্রাসার পুকুর থেকে আমির হামজা নামের এক ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৯ বিকাল থেকে আমির হামজা নিখোঁজ ছিল।আমির হামজা শুকুর হাটা গ্রামের একজন ছেলে। বাবা সায়েম উদ্দিন বিশ্বাস। ছেলেকে ইসলামী শিক্ষা দেয়ার জন্য ভর্তি করিয়েছিলেন চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসায়। আমির হামজা ছিল হেফজ বিভাগের ছাত্র। কিন্তু আর হলো না বাবার স্বপ্ন পূরণ, এ ঘটনার পরে যেন সব দুমরে-মুচরে গেল। নিকটবর্তী থানার ওসি শাহজালাল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা এ ঘটনা উদঘটনের চেষ্টা চালাচ্ছি।
