সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

কুয়াশার চাদরে শীতের বার্তা নিয়ে ঢেকে গেল পঞ্চগড়

দেশের উত্তর সীমান্ত পঞ্চগড়ে হঠাৎ নেমে এসেছে ঘন কুয়াশা। ২০ই সেপ্টেম্বর শনিবার ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত পুরো পঞ্চগড় জেলার কুয়াশার আচ্ছন্ন দেখা যায়। এতে করে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের পথঘাটও আবছা হয়ে পড়ে।

কুয়াশার আচ্ছন্ন ভাব এতটাই দৃশ্যমান ছিল যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এর ফলে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এলাকাবাসী অনেকেই ভেবেছিলেন আগেভাগেই বুঝি শীত নেমে এসেছে। তবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠার সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়।

এলাকাবাসীর স্থানীয়দের মতে, সাধারণত কুয়াশা দেখা যায় নভেম্বর মাসে। কিন্তু এ বছর সেপ্টেম্বর মাসেই কুয়াশার আচ্ছন্ন ভাব দেখা গেছে। ফলে এমন কুয়াশা তাদেরকে রীতিমতো অভাক করেছে।

এই বিষয় নিয়ে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র রায় বলেন, মৌসুমির বায়ু নিষ্ক্রিয়তার কারণে এ বছর এই সময়ে কুয়াশা নেমেছে। এটি সারাদিন স্থায়ী হবে না, সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যেই এই আবহাওয়া কেটে যাবে। সাধারণত এটি শীতের আগমন হিসেবে দেখা যেতে পারে বলে জানান তিনি।

তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ দশমিক ৮ ডিগ্রি ছিলো আগের দিনের আবহাওয়া এবং সর্বোচ্চ প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে আজও ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর