হাদির হত্যার বিচার দাবি শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ। নেতৃবৃন্দ বলেছেন, জঙ্গী শূটার ফয়সালকে বাংলাদেশে এনে দ্রুত বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে।
১৯ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ থানা পয়েন্টে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের সভাপতি হাফিজ মাওলানা জিয়াউল হক চৌধুরী, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান আবিদ, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম মোতালিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব মোস্তফা, অর্থ সম্পাদক মাওলানা মাসুক আহমদ এবং সদস্য মাওলানা শামসুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি ছিলেন অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন প্রতিবাদী কণ্ঠ। তাঁকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, ন্যায় ও প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা।”
তারা আরও বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দৃশ্যমান না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। প্রশাসনের নির্লিপ্ততা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে হত্যার বিচারের দাবিতে সংহতি প্রকাশ করেন।
