সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যশোরে ১৭ টি সোনার বারসহ আটক যুবক

যশোরে ১৭টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টা বাজে নড়াইল-যশোর মহাসড়কের হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সঞ্জয় সরকার (৩৭) নামে যুবকটিকে আটক করা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, আটককৃত সঞ্জয় ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। আটককৃত সঞ্জয় তার কোমড়ে বিশেষ কৌশল অবলম্বনের মাধ্যমে ১.৯৩৪ কেজি ওজনে ১৭ টির স্বর্ণের বার লুকিয়ে রাখেন। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮২৮ টাকা।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকি জানান, ঢাকা ধোলাইপাড় এলাকা থেকে চোরাকারবারীদের থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সঞ্জয়।

তিনি আরো বলেন, আটককৃত সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে। বর্তমানে জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর