জনস্বাস্থ্যে চরম ঝুঁকি: অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা
পিরোজপুর, ২৭ অক্টোবর: জনস্বাস্থ্যের প্রতি চরম উদাসীনতা দেখিয়ে অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত একটি গরুর মাংস গোপনে জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে পিরোজপুরে এক অসাধু মাংস ব্যবসায়ীকে তাৎক্ষণিক শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল, রোববার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার ভাইজোড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী, রাজা মিয়া (৩৫), সদর উপজেলার হরিনা গাজীপুরের বাসিন্দা। তিনি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটে মাংস বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাইয়ের পর তার মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মীরা দ্রুত প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে রাজা মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ জানান, গরুটি প্রসব করানোর সময়ই দেখা যায় এটির একটি পা সম্পূর্ণ পচে গেছে—যা অ্যানথ্রাক্সের স্পষ্ট লক্ষণ। তিনি দৃঢ়ভাবে বলেন, এই মাংস মানুষের ভোগের জন্য সম্পূর্ণ অনুপযোগী এবং মারাত্মক ক্ষতিকর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন কঠোর বার্তা দিয়ে বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন আপসহীন। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
আইনি প্রক্রিয়া শেষে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যানথ্রাক্স আক্রান্ত ওই গরুর মাংস জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
