জমিয়তে উলামায়ে ইসলাম আমার দেখা অনন্য ইসলামিক দল: কবি জে এইচ ইকবাল
''জমিয়তে উলামায়ে ইসলাম' আমার কাছে অন্যান্য ইসলামি রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেক বেশি ব্যালান্সড মনে হয়। যদিও তাদের নিয়ে আমার কিছু সমালোচনা আছে, সেটা অন্য সময় বলবো। রাজনৈতিক দল হিসেবে সমালোচনা থাকবে এটা স্বাভাবিক বিষয়। কেন তাঁদের ব্যালান্সড মনে হয়, সেটা বলি।
ফার্স্ট অফ অল, গণতন্ত্রের বেসামাল জাহাজে চড়ে অন্যান্য ইসলামি দলগুলোর মতো অলিক শরীয়া-আইন প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর না থেকে, দলটি ইসলামী রাজনীতির মূল দর্শনের উপর নিজেদের অটল রাখতে পেরেছে। এর একটি বড় কারণ হলো—দলটিতে রয়েছেন বিদগ্ধ ইসলামি পণ্ডিত ও নীতিনির্ধারকগণ।
দ্বিতীয়ত, অতীতের জন্য তাদের সকাল-সন্ধ্যা ক্ষমা প্রার্থনা করতে হয় না; কারণ জাতির সাথে গাদ্দারির কোনো রেকর্ড তাদের নেই। সাতচল্লিশ থেকে একাত্তর কিংবা এর আগে ও পরে— দেশ, জাতি, ধর্ম ও স্বাধীনতার প্রশ্নে তারা ছিলেন সচেতন ও আত্মত্যাগী। দলটির ইতিহাসে রয়েছে সাগরসম রক্তের নাজরানা। সেই রক্ত জাতির স্বাধীনতার, ঈমান ও ইসলাহের তরে বিলিয়েছেন।
এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা দিন-রাত গণতন্ত্রের ফাঁকফোকর খুঁজে বের করার খেলায় নামেন নি ; বরং তারা রাজনৈতিক প্রতিযোগিতায় ইসলাম, নীতি, আদর্শ ও জনআস্থাকেই প্রধান্য দিয়ে এসেছেন এবং এখনো দিচ্ছেন।
তাছাড়া, সৃষ্টিলগ্ন থেকে তারা নিজেদের ইতিহাস-ঐতিহ্য, তা'লিম ও তামাদ্দুনের উপর অটল থেকেছেন। তারচে বড় কথা, শতবর্ষী এই দলটির ইতিহাসে— পলিটিক্যাল ডিসিশানে মেজর কোন ভুল নেই বললেই চলে। এর পেছনে অন্যতম কারণ হল—দলটির কেন্দ্রীয় মুরব্বিদের সুচিন্তিত সিদ্ধান্তকে তৃণমূলের দায়িত্বশীল ও কর্মীরা বিনাবাক্যে মেনে নেন, যা তাঁদের ধারাবাহিক সাফল্যের মূল ভিত্তি।
-------
জে.এইচ ইকবাল
লেখক: শিক্ষক, কবি ও চিন্তক।
