চার দিনের ছুটিতে যাত্রী চাপ সামলাতে রেলওয়ের বিশেষ ট্রেন
শারদীয় দুর্গোৎসবে একটানা ছুটি থাকছে। এবারের দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটিসহ চার দিন বন্ধ থাকবে অফিস-আদালত। তাই লম্বা ছুটিতে চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন সেবা চালু করার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের সূত্র থেকে জানা যায়, ৩০ই সেপ্টেম্বর থেকে ৪ই অক্টোবর পর্যন্ত এসব বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে “ঢাকা স্পেশাল” চলবে। এছাড়াও চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছে রাত ৮টায়। ৪ই অক্টোবর চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছাড়বে রাত সাড়ে ১০ টায়।
এছাড়া শারদীয় দুর্গোৎসব আরো সুন্দর এবং সুরক্ষিতভাবে সম্পূর্ণ করার জন্য টুরিস্ট স্পেশালের কাজ চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ই অক্টোবর পর্যন্ত।
রেলওয়ে তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনের থাকবে ১৮টি বগি, যেখানে দিনের আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় থাকবে ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতই থাকছে।
পূর্বাঞ্চলের রেলওয়ে প্রধান কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিনের ছুটি থাকবে। এই লম্বা ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে চাপবে বাড়ার সম্ভাবনা থাকে। তাই যাত্রী চাপ সামাল দিতে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতই সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানান তিনি।