সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার রাতে এনৌবহরে ইসরাইলি বাহিনী হানা দিয়েছে। এরই মাঝে ১৩টি জাহাজ হতে গ্রেটা থানবার্গসহ দুই শতাধিক কর্মী-সমাজসেবীকে আটক করেছে ইসরাইল।

ছয় ঘণ্টা পূর্বে ফেসবুকে শহিদুল আলম একটি ফটো শেয়ার করেন সেখানে ইসরাইলকে ইঙ্গিত করে লেখেন—‘আমরা পুনরায় যাত্রা করবো। কারণ এই জলসীমা শুধুমাত্র তোমাদের নয় এমনকি ওই ভূখণ্ডও তোমাদের নয়; যতক্ষণ আব্দি না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে।’

জানা যাচ্ছে, শহিদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে অবস্থান করছেন। ৫০টি জাহাজ ও নৌকা নিয়ে তৈরি এই নৌবহরে ৪০টি দেশের ৫০০-এরও বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। স্পেনের উপকূল হতে যাত্রা শুরু করা এই বহর বর্তমানে গাজা হতে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এতে রয়েছে খাদ্য, ওষুধসহ জরুরি সামগ্রী—যা গাজার অবরুদ্ধ মানুষের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।

গত মার্চ হতে গাজার সব প্রবেশপথ বন্ধ থাকায় ও ইসরাইলের বাধার জন্য মানবিক সহায়তা আটকে যাওয়ায় এই নৌবহর বিশ্বজনীন সংহতির প্রতীক হয়ে উঠেছে ও ইসরাইলের অমানবিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাস্বরূপ দাঁড়িয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর