সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফিলিস্তিনি ভূখণ্ডে চরম সংকটের এই সময়ে, প্রতিরোধ আন্দোলন **হামাস** দেশের সকল দলের সঙ্গে একটি জরুরি **জাতীয় সংলাপে** বসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র **হাজেম কাসেম** এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন।

কাসেম জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। এই মুহূর্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) সহ সকল জাতীয় শক্তির প্রতি খোলা মনে আলোচনার হাত বাড়িয়ে দিচ্ছে হামাস। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি অপরিহার্য জাতীয় প্রতিষ্ঠান, যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না।

**জাতীয় ঐক্যের অপরিহার্যতা:**

হাজেম কাসেমের মতে, গাজায় যে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচিত সেই ঐকমত্যের সঙ্গে একাত্ম হয়ে সংলাপে আসা। তিনি সতর্ক করে দেন, এখন সময় সংকীর্ণ দলীয় স্বার্থ নয়, বরং **জাতীয় ঐক্য প্রতিষ্ঠা** করে ফিলিস্তিনি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। কাসেমের ভাষায়, বর্তমান পরিস্থিতি গাজা ও পশ্চিম তীর মিলিয়ে সমগ্র ফিলিস্তিনি জাতির জন্য খুবই বিপজ্জনক।

**স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি:**

হামাস মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিটি শর্ত বাস্তবায়নে তাঁদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি মধ্যস্থতাকারী দেশ— তুরস্ক, মিশর এবং কাতারকে অনুরোধ জানান, ইসরায়েলকে চুক্তিতে পুরোপুরি রাজি করাতে তারা যেন চাপ অব্যাহত রাখে।

কাসেমের দাবি, হামাস চুক্তিটি চূড়ান্ত করতে দিন-রাত আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও স্পষ্ট আশ্বাস পেয়েছে যে যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়েছে এবং চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

**অগ্রগতি এবং দ্বিতীয় পর্যায়:**

হামাস ইতোমধ্যে জীবিত জিম্মি এবং কিছু দেহাবশেষ হস্তান্তরের মাধ্যমে চুক্তির প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে। তবে কাসেম জানান, চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা এবং স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে।

শেষে, হামাস মুখপাত্র পুনর্বার স্পষ্ট করে দেন— তাদের চূড়ান্ত লক্ষ্য হলো গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর চাপিয়ে দেওয়া ইসরায়েলি যুদ্ধের একটি **সম্পূর্ণ ও স্থায়ী অবসান** নিশ্চিত করা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর