ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কোনো ভুলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। গত ২২শে অক্টোবর (২০২৫) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, "১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২শে অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনাশর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই।"
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর বিতর্কিত ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, এই ক্ষমা প্রার্থনা তাদের দলের পক্ষ থেকে এবারই প্রথম নয়। তিনি উল্লেখ করেন, "এই অপলজি (ক্ষমা) আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজেও দিয়েছি।"
তিনি আরও বলেন, মানুষ হিসেবে বা সংগঠন হিসেবে তাদের ভুল হতে পারে এবং কোনো ভুলের জন্য জাতির ক্ষতি হলে ক্ষমা চাইতে অসুবিধা নেই।
ক্ষমা চাওয়ার পাশাপাশি ডাঃ শফিকুর রহমান আসন্ন নির্বাচন এবং অন্যান্য রাজনৈতিক বিষয়েও কথা বলেন। তিনি মন্তব্য করেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ "পাকিস্তান বা আফগানিস্তান হবে না" এবং সংখ্যালঘুরা তাদের সাংবিধানিক অধিকার নিয়ে নির্বিঘ্নে থাকবে।
