ঢাকসুর পর জাকসুতে ভোট গ্রহণ শুরু আজ
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলছে।
সকাল নয়টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।ভোট গ্রহন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।শুরুতে ভোট নিয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ থাকলেও, শিক্ষার্থীদের আগ্রহ এখন বেড়েছে। শিক্ষার্থীরা তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ৫৪ বছর আগে; ১৯৭১ সালের ১২ই জানুয়ারি। তখন মাত্র ২১ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাএা শুরু। ১৯৭১ এর যুদ্ধের পর বিশ্ববিদ্যালয়টিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।