সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ ) ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণে আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ইসলামী বইমেলা শুরু ২০২৫। এ বইমেলা চলবে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

সিরাতকেন্দ্র'র আয়োজনে, ইত্তেফাকুল উলামার বৃহত্তর মোমেনশাহী'র পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, ময়নসিংহের সহযোগিতায় দশ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী সভাপতি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মুফতী আমির ইবনে আহমদ পরিচালক সীরাতকেন্দ্র,মুফতী মুহিব্বুল্লাহ চেয়ারম্যান সীরাতকেন্দ্র,মুফতী শাহ মুশাররফ হোসেন , মাওলানা আতা উল্লাহ হাফেজ্জী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মুফতী শাহ মুশাররফ হোসেন বলেন, ' দীর্ঘ দিন যাবত ময়মনসিংহের এই ইসলামি বইমেলা হয়ে আসছে ,আমি এর সাথে সম্পৃক্ত আছি। যদি একটা ইসলামি বই একটা মুসলমানের ঘরে ঢুকে ,আর তা পড়ার অভ্যাস গড়ে উঠে,তাহলে ইসলামিক কৃষ্টি কালচার গড়ে উঠবে '।

ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। নারীদের জন্য থাকছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'নারী প্রহর'। বইমেলায় থাকছে দেশসেরা ৫০টি প্রকাশনী থেকে বিশেষ ছাড়ে বই কেনার দারুণ সুযোগ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর