ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তি করে পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।
শুনানিকালে আদালতে ইসির পক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেন।
এর আগে, গত বুধবার (২৮ মে) আদালত ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে ইসির বক্তব্য জানতে আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। একইসঙ্গে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির কথাও উল্লেখ করা হয়।
আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। রিটে আরও দাবি করা হয়, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক।
এই রিটটি করেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের এক বাসিন্দা মো.মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী। পরে ২৬ মে হাইকোর্ট এই রিট আবেদন খারিজ করে দেন। এরপর ওই খারিজাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে আপিল বিভাগ আজ তা নিষ্পত্তি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে অভিমত দেয়।