নতুন বছরে নীতিবান মানুষ তৈরির প্রতীজ্ঞা ইকরা শিক্ষকদের
ইকরা বাংলাদেশ স্কুল হবিগগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেছেন, নতুন বছরে আমরা নীতিবান আদর্শ মানুষ তৈরির পরিশ্রম করতে চাই। জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত স্কুলের প্রত্যাশাই হলো আদর্শবান মানুষ তৈরি করা। নয়া বছরে আমাদের আত্মত্যাগী শিক্ষকগণ নীতিবান মানুষ তৈরির প্রতীজ্ঞা করেছেন।
আজ ০১ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল আয়োজিত ওরিয়েনটেশন প্রোগ্রাম ২০২৬ এর প্রথম অভিভাবক সমাবেশে হাফিজ মাওলানা মাসউদুল কাদির এসব কথা বলেন।
হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, নববী আদর্শের মানুষ সমাজগঠনের মূল নিয়ামক। রাসূলের আদর্শের সাহাবা আদলের মানুষ আজ বড় প্রয়োজন। যে অভিভাবক আমাদের উপর আস্থা রেখেছেন আমরা সেরাটা দিয়ে তাদেরকে গড়তে চাই।
এডভোকেট মোঃ মোস্তাফা মিয়া বলেন, ইকরা ভালো করছে। আলোর মানুষ তৈরির এই মেহনত অব্যাহত থাকুক।
অভিভাবক হাবিবুর রহমান সবুজ বলেন, জেনারেল শিক্ষার সঙ্গে ইসলাম শিক্ষার একটি বিপ্লব করছে ইকরা। আমার বাচ্চা এখানে পড়ছে। আমি আশাবাদি, ইকরা আরও ভালো করবে।
সাবেক শিক্ষা অফিসার আবদুর রহমান বলেন, শিশুরা ফুল। এদের তৈরির জন্য অত্যন্ত সহনশীল মানুষ দরকার। ইকরার শিক্ষকগণ বাবার আদরে পাঠদান করবেন-আমি আশাবাদি।
এ ছাড়াও আরো বক্তব্য দেন, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মুফতি নাজমুল হাসান, আমিনুদ্দীন আমান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
