সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৭ মে ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. কামরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত ও ঈদ উদযাপনের সুবিধার্থে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ও সরকারি ছুটিগুলো মিলিয়ে এবার মোট ছুটি হবে ১০ দিন।

তবে দাপ্তরিক কাজের সুবিধার্থে ঈদের আগে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ ও খোলা থাকার বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দেশের মানুষ এবার ঈদুল আজহা উদযাপন করতে পারবে দীর্ঘ ছুটির আনন্দ নিয়ে, যা তাদের ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর সুযোগ করে দেবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর