ঈদুল আজহায় সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করলো
এবার ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৭ মে ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. কামরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,
জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত ও ঈদ উদযাপনের সুবিধার্থে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ও সরকারি ছুটিগুলো মিলিয়ে এবার মোট ছুটি হবে ১০ দিন।
তবে দাপ্তরিক কাজের সুবিধার্থে ঈদের আগে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ ও খোলা থাকার বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের মানুষ এবার ঈদুল আজহা উদযাপন করতে পারবে দীর্ঘ ছুটির আনন্দ নিয়ে, যা তাদের ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর সুযোগ করে দেবে।