হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে প্রাণ গেলো বরের
হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে প্রাণ গেলো বরের
চারদিকে এক উৎসবমুখর পরিবেশ। হইচই আর সাজ সাজ অবস্থায় দীর্ঘ দিনের প্রেম চুকিয়ে বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন রনি ও প্রেমা। কিন্তু বিয়ের দিনের আগেই সকল আয়োজন যেন বিষাদে রূপ নিল। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে যান রনি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন রনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা হাজীগঞ্জের দ্বারশপাড়া গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। অথচ তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল শুক্রবারে।
এ ঘটনার পর দ্বারশপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসী ও স্বজনেরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে রনির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। কলেজে করা অবস্থায় পাশের গ্রামের শাহরাস্তি উপজেলার এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক করে সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু গায়ে হলুদের দিন উৎসব চলাকালে হতাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সদর হাসপাতালে যাওয়ার পথে মারা যান তিনি।
এদিকে বরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটা হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন। তার বাবা প্রবাসে চিকিৎসাধীন রয়েছে বলে জানান রনির পরিবার।
দ্বাদশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের বলেন, রনির দাফনে আমি ছিলাম। তার এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে আগে এমন ঘটনা সত্যিই কষ্টদায়ক।