সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল বেলা উপজেলার মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, গ্রামের আব্দুল হাই ও সামু'র সঙ্গে মুহিত মিয়ার বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দু'পক্ষের লোকজন। প্রায় দুই ঘণ্টা যাবত চলমান ছিল এই মারামারি।

খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে নানা হাসপাতালে।

সংঘর্ষের পরে ওই এলাকার পরিস্থিতি বেশ থমথমে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষে জড়িতদের আইনের আওতাতে আনার জন্য কাজ চলছে বলে জানান কর্মকর্তারা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর