রোববারেই শুরু হবে হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত জুলাই-আগস্টে উপস্থাপন করা গণহত্যা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে রোববার (৩ আগস্ট)। আদালতের অনুমতি সাপেক্ষে লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে বিচারকার্য।
শনিবার (২ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়ে নিশ্চিত করেছেন।
এর আগে ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের এ মামলায় হাসিনাসহ আরও দুইজনের বিচারকাজ শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জানানো হয় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তবে নতুন করে জানা গেছে আগামীকাল ৩ আগস্ট থেকেই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ।
এই মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন সাবেক আইজিপি মামুন। অন্যদিকে অপরাধের কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।