সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের জ্যেষ্ঠ সাংবাদিক হাসানুল কাদির ওরফে আবদুল কাদির আল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হবিগঞ্জের লাখাইয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসানুল কাদিরের ছেলে যাকওয়ান স্বাধীনতার বার্তাকে এ তথ্য জানান।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন।

হাসানুল কাদির ইনকিলাব, মানবজমিন, যায়যায়দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, আমাদের সময় ও কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন সাংবাদিক হাসানুল কাদির। তার রিপোর্ট এবং উপস্থাপনার ব্যতিক্রমী ধারা খুব অল্প সময়ে এই অঙ্গনে পরিচিত করে তুলেছে তাকে। হাসানুল কাদিরের পিতার নাম মরহুম শেখ মুহাম্মদ আফসার আলী এবং মাতার নাম রাজবানু বেগম। কিশোরগঞ্জের তাড়াইলস্থ বোরগ্রাম আশরাফুল ‍উলুম মাদরাসা তার জীবনের প্রথম ধর্মীয় পাঠশালা। এছাড়া তিনি আরো পড়াশুনা করেছেন কিশোরগঞ্জ, চট্টগ্রামে এবং দাওরায়ে হাদিস, তাখাসসুস ফিল ইফতা, তাখাসসুল ফিল হাদিস, তাখাসসুস ফিত তাফসিরসহ বিভিন্ন বিষয়ে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে।

হাসানুল কাদির মাদরাসায় পড়াশোনা করলেও পরে তিনি মূলধারার গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। সাপ্তাহিক মুসলিম জাহান ও মাসিক আদর্শ নারীতে তিনি প্রদায়ক হিসেবে কাজ করেছেন।

বিভিন্ন সময় তিনি নিজেও গণমাধ্যম গড়ে তোলার চেষ্টা করেন। তবে সফল হননি। মাঝখানে পরশ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করলেও এর কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি। তিনি মিরপুরের মুসলিম বাজার মাদরাসায় কিছুদিন শিক্ষকতাও করেছেন।

এক পর্যায়ে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছেন। শেষ জীবনে তিনি ঢাকায় এসে কিছু একটা করার চেষ্টা করলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।

হাসানুল কাদিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে হলেও তিনি শেষ জীবনে হবিগঞ্জে শ্বশুর বাড়ির এলাকায় থাকতেন। তিনি মূলত নিজের অনেক কিছু শ্বশুর বাড়ির মানুষদের কাছে আশ্রয় পেয়েছিলেন। হবিগঞ্জের লাখাইয়ে তিনি একজন গুণী নারীকে বিয়ে করেছিলেন। এ নারী তাকে তার শেষ নিশ্বাস পর্যন্ত আগলে রেখেছেন।

সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন। কেউ কেউ তাকে নিয়ে স্মৃতিচারণও করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর