হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছরে হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন প্রকার হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব।
সেখানে বিশেষ হজ প্যাকেজে ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। তাছাড়া সাধারণ হজ প্যাকেজে ২৭ হাজার টাকা বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার ও সাশ্রয়ী হজ প্যাকেজ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। এই প্যাকেজের মাঝে হজযাত্রীদের খাওয়া ও কোরবানিসহ সকল খরচ ধরা হয়েছে।
প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজের খরচ হিসাব করা হয়েছে বলে জানানো হয়।সাধারণ হজ এজেন্সির মালিকদের ব্যানারে একটি পক্ষ দুটি প্যাকেজ ও বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের ব্যানারে আরেকটি পক্ষ তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেন।