সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাইবান্ধা জেলা গোবিন্দপুর উপজেলায় কাটাবাড়ি ইউনিয়নে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার কাটাবাড়ি ইউনিয়ন বাগদা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ শিউলি বেগম (৩৫) কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ এলাকার শরীফ মিয়ার মেয়ে। তার স্বামী ফরিদ উদ্দিন (৪৫) এ ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ জানায়, কয়েক বছর আগে ফরিদ উদ্দিনের সাথে নিহত শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানান ভাবে নির্যাতন করতো শিউলি বেগমকে। গতকাল সন্ধ্যায় শিউলি এবং ফরিদ উদ্দিনের সাথে ঝগড়া হয় একপর্যায়ে শিউলিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফরিদ উদ্দিন এবং বিভিন্ন স্থানে আঘাত করেন। রাত ৯টার দিকে বাগদা বাজারের পাশে কলাবাগানে তার লাশ পাওয়া যায় পরবর্তীতে পুলিশের কাছে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত শিউলির বাবা শরীফ মিয়া জানান, তার মেয়েকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন ফরিদ উদ্দিন। পরিকল্পিত ভাবেই তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত বুলবুল ইসলাম বলেন, নিহত শিউলি বেগমের গলা ও পায়ে ধাড়ালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। ধারনা করা হয়েছে, এসকল আঘাতের জন্যই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ফরিদ উদ্দিন ঘটনার পর থেকে পলাতক। তবে পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর