সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজ সকাল আটটার দিকে শহীদনগর লোহার ব্রিজ সংলগ্ন রাজধানীর লালবাগ এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবক নিহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৌফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার পর তৌফিকুলকে পিটুনি দেয়া হয়। এরপর উত্তেজিত জনতা তাকে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তবে কী কারণে বা কারা তাঁকে পিটিয়েছে, সেটা এখনো জানা যায়নি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর