ঘূর্ণিঝড় শক্তির আগমন
নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘শক্তি’ । এখবর জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড়টির অবস্থান ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্বদিকে ও কলকাতা হতে অন্তত ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার অব্দি বয়ে যাচ্ছে।
আজ রাতেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্ত উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা যাচ্ছে। কিন্ত ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবেই বিবেচনা করে যাচ্ছে।
বাংলাদেশের উপর দিয়ে সরাসরি অতিক্রম না করলেও ঘূর্ণিঝড়ের কারণে আগামী ৫ই অক্টোবর অব্দি বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি হতে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ ও ভারতের ত্রিপুরা ও আসামে ভারি হতে অতি ভারি বৃষ্টিপাত চলমান। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুসারে, এই প্রবণতা আগামী ৪ঠা অক্টোবর সকাল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।